শাড়ির সঙ্গে পেঁয়াজ ফ্রি!

২২ অক্টোবর, ২০১৯ ১৫:২২  
অনলাইনে সিল্কের একটি শাড়ির সঙ্গে এক কেজি পেঁয়াজ ফ্রি দেওয়া হচ্ছে। ই-কমার্স সাইট দারাজে এই অফার দিচ্ছে দারাজের ভেন্ডর স্বপ্নবাজ ও ফেরিওয়ালা ব্র্যান্ড। শুধুমাত্র কালো ও সোনালি রঙের একটি সিল্কের শাড়ির সাথে এই অফার দিয়ে অনলাইনে উত্তাপ ছড়িয়েছে তারা। জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকেও বেশ আলোচনা চলছে। সাড়ে ১২ হাত বহরের একই শাড়ি ফেরিওয়ালা ১ হাজার ১৩০ টাকায় এবং স্বপ্নবাজ ১ হাজার ১৯৯ টাকায় অফার দিয়েছে। এই মূল্য আবার ৫৪ শতাংশ ছাড়ে দেয়া হয়েছে বলেও অফারে উল্লেখ করা হয়েছে।